শিশু আয়ানের মৃত্যু: অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (আইন) পরিমল কুমার পাল আজ রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চে প্রতিবেদনটি জমা দেন।

এদিকে আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখনই কিছু বললে কনটেম্পট অব কোর্ট হয়ে যায় যাবে। তাই এখনই কিছু বলতে চাইছি না।’

রিপোর্টে যে সুপারিশ করা হয়েছে সেই সাথে উচ্চ আদালতের রায় মিলিয়ে ব্যবস্থা করা হবে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ‘কোনো হাসপাতাল অবৈধ ও লাইসেন্স ছাড়া কাজ করলে তাদের কার্যক্রম বন্ধ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
WhatsApp
FbMessenger